লেখক অদিতি তুলিকে উৎসর্গ
শুভকামনা
---উজ্জল সিংহ
অদিতি তুলি,
লিখেছেন আপনার মূল্যবান বাক্যের বুলি ;
সাজিয়ে গুছিয়ে রঙিন বইয়ের পাতায়,
পাঠকের অভিমত দেয়া যায় কি অবহেলায়!
হাজার মুহূর্ত চিন্তা আর ভাবনার রাজ্যে ভেসে হয়েছেন কুটিকুটি,
কত না হয়েছে সকলের সাথে আলাপচারিতার খুঁনসুটি!
দুঃখ-কষ্টে হয়েছেন বিভোর অবিরত,
লেখকের কলম থামেনি তবু এসেছে বাধা-বিপত্তি যত!
লেখনীতে বিখ্যাত করেছেন নিজেকে স্মরণীয়,
যাবেন এগিয়ে আরও, হবেন সবার বরণীয়!
জানাই আপনাকে শুভকামনা
পাবেন সফলতা এই আমার অটল ভাবনা!
১৩.০৩.২০২৫ ইং
(লেখক অদিতি তুলিকে উৎসর্গ করে লেখা)
Comments
Post a Comment