••• চাকুরি বনাম লেখাপড়া •••
জন্মের পর আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অবগত হয়ে যাই। আমি মনে করি শিক্ষার শুরু ঠিক তখন থেকেই।
আমাদের ছোটবেলায় হাতে খড়ি দেয়া থেকে শুরু হয় শিক্ষা জীবন, তারপর প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের গন্ডি পেরিয়ে আমরা উচ্চ শিক্ষার জন্য স্নাতক, স্নাতকোত্তর এবং আরও বেশি জ্ঞানার্জন ও অভিজ্ঞতার জন্য এমফিল, ডক্টরেট ডিগ্রি পর্যন্ত পড়তে চাই বা পড়ি ।
কিন্তু আমরা সকলেই চাই জীবনে ভালো কিছু হোক, নিজের অর্জিত জ্ঞান, সহযোগিতা দিয়ে নিজের জীবনকে তথা পরিবার এবং নিজের দেশকে অন্যন্য কিছু উপহার দিতে। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যায় পর্যন্ত প্রায় সতেরো থেকে বিশ বছর আমরা শিক্ষা গ্রহণ এবং মূল্যায়নের মধ্যেই থাকি। এই এতো বছরে শিক্ষা-দীক্ষা গ্রহণ করে যদি জীবনে ভালো কিছু অর্জন বা নিজের যোগ্য অবস্থানই তৈরি করতে না পারি তবে হতাশাগ্রস্থ হওয়া বা বিপথে চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় বলে মনে করি ।
আবার এই সময়টুকুর মধ্যে থাকে অনেক ঝড়-ঝাপ্টা, আর্থিক অনটন, মানসিক যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি। তবুও তো আমরা শিক্ষা গ্রহণের সকল স্তর পেরিয়ে উচ্চাশায় এখং সৃজনশীল মননে স্বপ্ন বুনিয়েই যাই, কিন্তু আমাদের এতটুকু ভেবে দেখার সময় হয় না ; কি করে ভবিষ্যতে সামনের দিকে কোন বাঁধা ছাড়াই এগিয়ে যাবো। কিছু বিষয় নিয়ে কথা না বললেই নয়---
⏩ আমরা সকলেই ভালো চাকুরি চাই, আর সেটা সরকারি হলে তো কোন কথাই নাই, চাকুরি চাই কিন্তু সেটা পড়ালেখা না করেই, অনেকেই ভাবি এতোদিন তো পড়লাম আর কত পড়বো!
⏩ পৃথিবীতে সকলেই মেধাবী বা তীক্ষ্ম বুদ্ধি সম্পন্ন না ও হতে পারে , কারো অল্প পড়লেই আয়ত্তে চলে আসে আবার কারো সারা জীবন পড়েও সব কিছু আয়ত্তে আসে না...
⏩ নিজেকে সব সময় জ্ঞানী ও সবকিছু জানি এই বোধগম্যতা এবং মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে...
⏩ অনেক সময় আমরা নিয়োকারী কতৃপক্ষ বা প্রতিষ্ঠানকে দায়ী করি যেটা মোটেও উচিত নয়, কেননা তারাও চায় যে তার প্রতিষ্ঠানে যে কাজ করবে সে যেনো দক্ষ ও যোগ্য হয়, যেন সে তার প্রতিষ্ঠানকে সৃজনশীল কিছু দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে...
⏩ অবশ্যই জীবনে কিছু পেতে হলে কঠোর পরিশ্রম তো করতেই হবে,
পড়ালেখা না করেই চাকুরি নিবো, হাতে লোক ; উপরে লোক আছে এসব ভেবে লাভ নেই বরং এতে নিজেরই ক্ষতি করবো, আপনি নিজেকে সেভাবেই তৈরি করুন, দক্ষতা অর্জন করুন, বিভিন্ন স্বল্প মেয়াদি কোর্স করুন(সোসাল মিডিয়া ঘাটলেই পাবেন), কেউ আপনাকে আটকাতে পারবে না, নিজেই আপনি অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন...
⏩ যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করুন, সোসাল মিডিয়া পজেটিভলি ব্যবহার করুন, লিংকডইনে কানেক্টেড থাকুন এবং নিয়মিত কানেকশন বাড়াতে থাকুন এবং যারা আপনার আইডল তাদের ফলো করুন, দৈনিক রুটিন মানতে না পারেন,অন্তত নিজের কাজ গুলো, নিজের পরিকল্পনা মতো শেষ করার চেষ্টা করুন...
মতামত গুলো আমার একান্তই নিজের।
আমি এই কথা মেনে চলার চেষ্টা করি, আপনারও দেখতে পারেন। আমার এই কথা গুলো কারোর খারাপ লাগলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর মোদ্দা কথা হলো নিজের স্বপ্নের চাকুরি পেতে হলে সময়কে কাজে লাগিয়ে পড়ালেখাটা চালিয়ে যেতেই হবে!
--- বাঁধন সিংহ
Comments
Post a Comment