উজ্জল সিংহের কবিতা

শোকগাঁথা”

--- উজ্জল সিংহ

হৃদয়ে রক্তক্ষরণে হলাম ক্ষতবিক্ষত

ধরণীতে চিরদিন রবে আমার শোকস্মৃতি অক্ষত;

অনাবিল সুখের অথৈ সাগরে ভেসে,

ভুলেই গিয়েছি জীবন,অন্তিম মুহূর্তে এসে।

কখন এসে যে বাজলো বিদায় ঘণ্টা

দুঃখের সমুদ্রে ভুবে নিমগ্ন অবুঝ মনটা,

বেদনাবিধুর স্মরণীয় স্মৃতির আঁখরে

হারিয়ে যাই সময়ের অতল গভীরে।

বন্ধুর পথে যত বাধা; যত বিপত্তি

নিঃশেষ সকল কষ্টার্জিত অমূল্য সম্পত্তি,

জীবনের কর্ম আকাঙ্ক্ষা, প্রত্যাশার আশা,

অপূর্ণ রইল,যদিও পেয়েছি শুধুই হতাশা!

অপমান আর অপবাদের সুউচ্চ পাহাড়,

সততার নিংড়ানো রসে হলো সাবাড়!

শত্রু আর বন্ধুদের বিপরীতমুখী আচরণে,

ধন্য হলাম অবশেষে ক্ষণে ক্ষণে,

মনের অন্তঃস্থলের আবেগতাড়িত কথা;

এইতো আমার জীবনের দ্বিধাদ্বন্দ্বের শোকগাঁথা!

Comments

Popular Items