উজ্জল সিংহের কবিতা
“অন্তিমবেলা”
---- উজ্জল সিংহ
সময় এসে কড়া নাড়ছে আমার দ্বারে
দিতে হবে সকল হিসাব অক্ষরে অক্ষরে;
কি বা পাপ, কি বা পুণ্য,
রবে না বাকি হই যদিও অতি নগণ্য;
যত দুঃখ,যত কষ্ট,যত মর্ম ব্যাথা,
সৃষ্টিকর্তায় বলতে হবে প্রকাশ্য নিজেরি জীবন গাঁথা।
পৃথিবীতে পড়ে রবে শুধু নিথর দেহখানি;
সঙ্গে যাবে আপন প্রাণ, থাকবে না তখন
সম্পদের খনি
শূন্য করে হৃদয়,উৎসর্গ করে অমূল্য রতন,
বুকে বেঁধে কঠিন পাথর,দেখতে হবে
বৃক্ষেরই মতন।
রাখতে জীবনের সব স্মরণীয় কীর্তি
কর্মগুণে নিমগ্ন হবো, এই মোর আর্তি।
চাক্ষুষ্মান মহাকালের যত লীলা খেলা
এসেছে আজ আমার অন্তিমবেলা !
Comments
Post a Comment