কবি কৌশাম্বিনী পালের প্রতি

প্রিয় কবি

আজি বসন্তের বিচিত্রতার সুরে,

প্রিয় কবি কেন পাঠকের থেকে রয়েছেন দূরে? 

অনাবিল আনন্দ আর পাঠকের ভালোবাসা, 

ভরে উঠুক আপনার হৃদয়ের মনি কোঠা !

কলমের হিজিবিজি লেখা হয়ে যাক কবিতা,

মুছে যাক আপনার মনের যত দ্বিধাদ্বন্দ্ব আর জড়তা,

মুহূর্তের প্রতিটি ক্ষণ হোক ষড় ঋতুকাল,

সবার ভালোবাসা স্নেহে আপনি আজ কৌশাম্বিনী পাল! 

কালস্রোতে আপনি হউন চিরভাস্মর,

রইল অনেক সম্মান আর শুভকামনা নিরন্তর!

--- উজ্জল সিংহ

 ৩১.০৩.২০২১

(কবি কৌশাম্বিনী পাল এর প্রতি শুভকামনা জানিয়ে তাকে লিখা আমার নিবেদন )



Comments

Popular Items