জীবনে ভালো সুযোগ পেতে চাইলে করণীয়

জীবনে বড় কোন সুযোগ পেতে চাইলে বা অর্জন করতে হলে মাঝেমধ্যে ছোট ছোট সুযোগ গুলোকে হাতছাড়া করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হতে পারে। বলা তো যায় না ভবিষ্যতে সেই ছোট ছোট সুযোগগুলো ত্যাগ করার কারণে বড় কোন সুযোগ পাওয়াও যেতে পারে!

মোটিভেশনাল বা অনুপ্রেরণামূলক কথাবার্তা অনেকেই বলতে পারেন কিন্তু কেউ তো আর আপনার নিজের কাজটা করে দিতে যাবেন না বা আসবেন না। আপনার কাজ আপনাকেই করতে হবে, কেউ আপনাকে, আমাকে সহযোগিতা করতে আসবে না। তাই এখনি সময় স্ববুদ্ধি কাজে লাগান, পরিশ্রম করেতে শিখুন, সেটা হোক কায়িক বা শারীরিক, যে পথেই যেতে চান না কেন নিজেকেই সবকিছু করতে হবে। 

আর হ্যাঁ, একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কখনোই অন্যের বুদ্ধি দিয়ে চলবেন না, যদি ভালো কিছু হয়; নিজের মেধা, বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। দক্ষতা আর বিবেক দিয়ে অতঃপর সিদ্ধান্তে যাবেন, ভুলেও সব সুযোগ একেবারে গ্রহণ করতে যাবেন না। সুযোগ বারবার আসবে শুধু আপনাকে বুঝতে হবে কোনটি নিজের জন্য যথোপযুক্ত!



Comments

Popular Items