উজ্জল সিংহের কবিতা

মা” 

---উজ্জল সিংহ

এ জগতে সবচেয়ে মধুর শব্দ হলো ‘মা’
কে কি বলে বলুক তাতে যায় আসে না,
মা তোমার সান্নিধ্য পেলে
প্রত্যেক সন্তানের ভাগ্য খোলে,
মা যে আমার জন্মদাত্রী
তোমার প্রেরণায় কাটে আমার সকল দিবা রাত্রি।
মা তোমার ভালোবাসায়
পাই যে আলো প্রতি আশায়,
তোমার দুটি চরণ ছুঁয়ে
স্বর্গ সুখ আর শান্তি পেলাম দুইয়ে।
তোমার সারাজীবনের ঋণ,
শোধ হবে কী কোন দিন?
তোমায় দেবোনা কোন দুঃখ,কষ্ট কোনদিন,
এই প্রতিজ্ঞা করেছি আমি তাইতো চিরদিন।

Comments

Popular Items