সকলেই কি এই কথাগুলো মনে রাখে?

আজ যে পথে আমরা সহজে বিচরণ করছি, সেই পথই একদিন বহু উত্থান পতনের মধ্যে দিয়ে গড়ে উঠেছিলো, কিন্তু সে মহৎ কীর্তি গুলো ক'জনই বা মনে রাখে বা রেখেছে, শুধু নিজের আখের আর অন্যের সামনে নিজেকে জাহির করতেই সকলে ব্যতিব্যস্ত সকলে। মনে রাখবেন আপনাকেও একদিন ঠিক এই একই কারণে গভীর ক্ষত আর অতৃপ্তি নিয়ে ইহ জগতের মায়া ত্যাগ করে চলে যেতে হবে। অনুশোচনা বা অনুতপ্ত হবার সময়ই তখন আর থাকবে না। তাই সময় থাকতেই অসম্পূর্ণ বিষয়গুলো সমাধানে তৎপর হোন, ভালো থাকুন চিরকাল।

Comments

Popular Items