বাস্তবেই এরকম সিনেমাটিক ঘটনা ঘটে কখনো!

মানুষের জীবনে সিনেমাটিক ঘটনা হারমাশাই ঘটে থাকে কিন্তু কেউ সেই ঘটনাগুলোকে আবেগের বসে হোক বা কৌতুহল বশত হোক জনসম্মুখে প্রচার করার জন্য উন্মুখ হয়ে থাকে ; আবার কেউ সেই ঘটনাগুলোকে নিজের মধ্যেই গোপন রাখতে চায়। এর কারণ হলো মানসিকতা, এই মানসিকতা বা স্বভাবগত অভ্যাসের কারণেই পৃথিবীর প্রতিটি মানুষই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। একজনের সাথে অন্যজনের মতের সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে না বা হবেই না; যদি তা হয় সেটি হবে কোনো আধুনিক কলকব্জা সম্বলিত যন্ত্র বা মেশিন। আর যারা কিনা এসব হুটহাট করে ঘটে যাওয়া কোন বিস্ময়কর ঘটনা যেগুলো আসলে বাস্তবে ঘটার কথা ছিলোনা ; কল্পনায় ভাবি যে ঐ ঘটনাটি যদি আমার সাথে ঘটতো তবে কেমন হতো ইত্যাদি ভাবতে ভাবতে যখন সত্যিই কোনো ঘটনা ঘটেই যায়, তখন আমরা আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারি না সবাই, তখনি সেই কথাগুলো অন্যদের জোর করে হোক বা সাজিয়ে গুছিয়ে গল্পের মতো করে মানুষের সম্মুখে উপস্থাপনের জন্য উঠে পড়ে লেগে যাই। আসলেই যা কোনো হতে পারে হাস্যকর!


Comments

Popular Items