উজ্জল সিংহের একটি রোমান্টিক কবিতা


 

ভালোবাসা”
----উজ্জল সিংহ

ছয়টি ঋতুর প্রতিটি দিনে
ভালোবাসা থাকুক সবার মনে,
মানুষে মানুষে অটুট থাকুক ভালোবাসার বাঁধন,
সকলে করি যে আমরা তারই অবগাহন।
এ পৃথিবী সৃষ্টিতে বৈচিত্র্যময়,
মিলেমিশে সকল জীবের সমন্বয়,
স্রষ্টারই অপার মহিমায়।
মানুষেরা সর্বদাই তাঁকে স্বরি;
যেন চলতে পারি তাঁর নির্দেশিত পথ ধরি।
স্রষ্টা তোমারই সৃষ্টি ভালোবাসা
এ বিশ্বের বুকে অমর হওয়ার তাই অনেক আশা,
তুমি অপার, তুমি নির্ভারদাতা
ভালোবাসা,শান্তি,সুখ সকলের মাঝে বিলিয়ে দিতে নেই তো মোদের কোন কৃপণতা।
ভালোবাসা সে তো পবিত্র,চিরভাস্বর
কারো সুখ দেখে আমরা না হই যেন পরশ্রীকাতর।
মানব অন্তরে করলে প্রবেশ লোভ-লালসা
ধরণীতে বেঁচে থাকা হবে শুধুই নিরাশা;
ভালোবাসা !
ভালোবাসার স্বপ্নকে নিয়েছি করে আপন,
জন্ম নিয়ে পৃথিবীতে হলো যে ধন্য ছোট্ট মানবজীবন।।

Comments

Popular Items