প্রিয় কবিকে উৎসর্গ করে লেখা
---উজ্জল সিংহ
পঁচিশ সহস্র সেকেন্ড অতিক্রম করে গিয়েছিলাম অজানা এক রাজ্যে,
যেখানে মিশেছে শত শত রঙিন ফানুশের মেলা,
মেলার মেলবন্ধনে একাকার হয়েছে সকল সুরের ভেলা!
সুরের ভেলায় খুঁজে ফিরি আমি সেই হাসিমাখা মুখখানি,
যেখানে দিয়েছিলে সেই প্রতিজ্ঞার প্রথম বাণী!
তোমার মলিন বদনে কিসের যেন দুঃচিন্তার গভীর একটি ছাপ,
অকুলতার উৎসুক দৃষ্টিতে মনে হলো সেই মনোভাব!
শুদ্ধ হৃদয়ে কঠিন পাথর চাপায়ে নিজেকে কষ্ট দেয়ার বৃথা প্রচেষ্টা অনবরত,
বরং সবকিছু ভুলে নতুন করে স্বপ্ন দেখাই উত্তম,
যা হয়েছে হোক, সেসবকে করে দাও গত !
ঈশ্বরের কৃপায় অপার সুখের সন্ধানে থাকো অটল-অবিচল,
ধরণীতে মাতৃভূমি সমতুল্য যেন এক পরিপূর্ণ শান্তিময় মায়ের আঁচল!
সংক্ষিপ্ত যাত্রায় তুমি হয়ে থাকবে কি এ জীবনে হয়ে স্বর্ণালি ইতিহাসে?
যার সাথে দেখা হয় মাত্র একবারই বারোমাসে!
(কবি পাল কৌশাম্বীনিকে শুভকামনা জানিয়ে উৎসর্গ করা লেখা ০৮.০২.২০২৫ খ্রীঃ)
Comments
Post a Comment