লকডাউনের দিনগুলিতে
---- উজ্জল সিংহ
পুরো বিশ্ব যখন কাঁপছে অজানা এক নীরব যুদ্ধে, যে যুদ্ধে প্রতিনিয়ত প্রাণহানি অসংখ্য লোকের, যেখানে নেই কোন অস্ত্রের ঝনঝনানি, নেই কোন গোলাবারুদের ধুম্রজাল, নেই কোন রক্তপাত, তবুও যেন কেউই পেরে উঠছে না এই যুদ্ধে, একটি ভাইরাস নভেল করোনা (Covid-19), এই নভেল করোনা নিয়ে সারা পৃথিবী আজ থমকে আছে একটি জায়গায়, কীভাবে মুক্তি হবে এই পরিস্থিতি থেকে। আবার কী আমরা ফিরে পাব সেই পূর্বের দিনগুলো, চারদিকে কোলাহল ব্যতিব্যস্ততায়, কেউ যেন কারো দিকেই একটুখানি মুহূর্ত খেয়াল রাখার জো নেই।
পুরো বিশ্ব যখন স্তব্ধ তখন প্রকৃতি যেন ফিরে পেয়েছে তার নতুন জীবন, এই কঠিন যুদ্ধে যখন মানুষ ঘরের ভিতর বন্দি তখনি যেন পৃথিবী সাজছে তার আপন মহিমায়, হয়তো জন্মভূমি, বিশ্বমাতা তার আপন হৃদয়ে মানুষের অত্যাচার, অন্যায়, হিংসা,দ্বেষ, অবিচার সহ্য করতে করতে অতিষ্ঠ তখনি এই পরিস্থিতির সামিল হতে হয় মানুষকে। তাই বিশ্বমাতাকে আমরা ভালোবাসবো; আমাদের হৃদয়ে তার প্রকৃত মর্ম ধারণ করে তাঁর প্রতি অন্যায় অবিচার করবো না তাহলেই হয়তো শাস্তি পেতে হবেনা আমাদের।
করোনায় যখন আমরা লকডাউন লকডাউন বলে চিৎকার করছি, ঠিক তখন আমরা ঘরের এই চার দেয়ালের ভিতর বন্দি থাকতে থাকতে যেন আমাদেন মন মানসিকতা আচরণগুলো ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে, আমরা নিমিষেই একঘরে হয়ে পরছি, সমাজের সবার সাথে সামাজিক দুরত্ব মেনে চলতে গিয়ে সবার সাথে সামাজিক সুসম্পর্ক গুলোও যেন হারিয়ে ফেলছি কালের অতল গভীরে, আমাদের বড় মন আজ চারটি দেয়াল দিয়ে বন্দি করে ফেলেছি, ছোট হয়ে গিয়েছে আমাদের পরিসর। ঘরে থেকেও যাতে আমাদের সুসম্পর্ক কারো সাথে নষ্ট না হয় সেদিকেও লক্ষ্য রাখবো আমরা। যতদিন এই পরিস্থিতি স্বাভাবিক না হয়ে ততদিন আমরা এই নীরব যুদ্ধে অবতীর্ণ হয়ে রুখে দেব সেই ঘাতকে।
ঘরে থাকবো সবাই, সামাজিক দুরত্ব মেনে চলবো, দুরত্ব মানতে গিয়ে যেন নিজেই আমরা হারিয়ে না যাই সেদিকে সজাগ দৃষ্টি রাখবো।
আর হ্যাঁ মন মানসিকতার পরিবর্তন হবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা একবারেই পরিবর্তন করে নিজেই ছোট না হয়ে যাই সেটিও মনে রাখতে হবে, তবেই সকলের জন্য মঙ্গল।
Comments
Post a Comment