স্মৃতিচারণ
---উজ্জল সিংহ
সময়কে ফ্রেমে বেঁধে রাখা যায় না এটা আমরা সকলেই জানি। আমি যদি আলাদিনের চেরাগ পেতাম বা স্বয়ং ঈশ্বর বলতো তুমি কি চাও?
আমি তৎক্ষনাৎ বলে দিতাম আমি আমার পূর্বের দিনগুলিতে ফিরে যেতে চাই, মানে সেই ছেলেবেলায়। আসলে ঐ দিনগুলোই ছিলো সোনালি অতীত, অমূল্য মুহূর্ত!
ছোটবেলায় ভাবতাম কবে বড় হবো, বড়দের মতো অনার্গল পড়তে পারবো, লিখতে পারবো, বাই-সাইকেল চালাতে পারবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে পারবো ইত্যাদি ইত্যাদি।
পড়ালেখায় হাতে খড়ি হবার পর ধীরে ধীরে যখন বড় হতে থাকি তখন প্রতিটা মূহূর্তই মনে হতে থাকে যে কবে প্রাথমিকের গন্ডি পেরিয়ে মাধ্যমিকে উঠবো, এভাবে যখন প্রাথমিকের পর মাধ্যমিকে ভর্তি হই, তখন অধ্যয়নে একটা আলাদা অনুভূতি কাজ করে, ঠিক এমনি করে, শিক্ষাজীবনের মাধ্যমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিক, এরপর স্নাতক এবং স্নাতকোত্তর । প্রতিটি পর্যায়েই আমরা সবাই কিছু না কিছু অবিস্মরণীয় সময় পার করে থাকি, সেই সময়গুলো হয়তো কোনদিন ফিরে পাবো না কিন্তু সেসব স্মৃতি হয়ে আমাদের মনের মনিকোঠায় আজীবন জীবন্ত দীপশিখা হয়ে থেকে যাবে।
যা বলতে চেয়েছিলাম ; আমরা যখন ঐ মুল্যবান সময়গুলো পেরিয়ে আসি তখন সেই সময়ের গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু সেটা হয়তো আমরা পাচঁ থেকে ছয় বছরেও বুঝে উঠতে পারি না, এটা আমাদের দোষ নয়, এটাই নিয়তি। কিন্তু জীবনের অনেকটা সময় পেরিয়ে আসার পর যখন নিভৃতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করি তখন বারংবার মনে হয়, আসলে অতীতের সময়গুলোই সবথেকে মাহাত্ম্যপূর্ণ ছিলো, যা আর ফিরে পাওয়া অসম্ভব!
হ্যাঁ ফিরে পাওয়া সম্ভব শুধু কল্পনায় বা স্বপ্নে!
আজ এত বছর পর যখন ভাবি যে ভবিষ্যতে আমি এই কাজটা করতে চাই, যা আমি পরিকল্পনা করে রেখেছি, সেই লক্ষ্যেই শুধু প্রতিনিয়ত ছুটে চলেছি, অতীতের মতো আর সেই অঢেল সময় হয়ে ওঠে না। আসলে আমাদের জীবনের উদ্দেশ্যটাই বা কী, কী জন্য আমরা প্রতি মুহূর্তে ছুটেই চলেছি অবিরাম সেটা কি সবাই জানি?
নিশ্চয়ই আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণের কিছু উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যকেই লক্ষ্য করে আমরা নির্দিষ্ট গন্তব্য পৌঁছাতে ছুটে চলেছি আমৃত্যু নিরন্তর!
#memorablememories #life #aim #target
Comments
Post a Comment