লেখক অদিতি তুলিকে উৎসর্গ
শুভকামনা ---উজ্জল সিংহ অদিতি তুলি, লিখেছেন আপনার মূল্যবান বাক্যের বুলি ; সাজিয়ে গুছিয়ে রঙিন বইয়ের পাতায়, পাঠকের অভিমত দেয়া যায় কি অবহেলায়! হাজার মুহূর্ত চিন্তা আর ভাবনার রাজ্যে ভেসে হয়েছেন কুটিকুটি, কত না হয়েছে সকলের সাথে আলাপচারিতার খুঁনসুটি! দুঃখ-কষ্টে হয়েছেন বিভোর অবিরত, লেখকের কলম থামেনি তবু এসেছে বাধা-বিপত্তি যত! লেখনীতে বিখ্যাত করেছেন নিজেকে স্মরণীয়, যাবেন এগিয়ে আরও, হবেন সবার বরণীয়! জানাই আপনাকে শুভকামনা পাবেন সফলতা এই আমার অটল ভাবনা! ১৩.০৩.২০২৫ ইং (লেখক অদিতি তুলিকে উৎসর্গ করে লেখা)